‘গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণে রেখেই এগোতে হবে ছাত্রলীগকে’
৪ জানুয়ারি ২০২১ ১৯:০৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে নগরীর সিআরবির শিরিষ তলায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. অনুপম সেন পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নগর ছাত্রলীগের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে অনুপম সেন বলেন, ‘বৃটিশকে তাড়িয়ে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর বাঙালিদের ওপর তাদের শোষণ-নীপিড়ন প্রতিরোধের তাগিদ থেকেই ছাত্রলীগের জন্ম। বাঙালি জাতীয়তা, বাঙালির আবহমান সংস্কৃতির সঙ্গে ছাত্রলীগ জড়িয়ে আছে। বাঙালির একটি নিজস্ব ভূখণ্ড প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রলীগ রক্ত দিয়েছে। পূর্ব পাকিস্তানে সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ রক্ত দিয়েছে। এই সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। সেই গৌরব টিকিয়ে রেখে ছাত্রলীগ এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা।’
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি তালেব আলি, নাজমুল হাসান রুমি, রুমেল বড়ুয়া রাহুল, ইয়াছিন আরাফাত কচি, একরামুল হক রাসেল, নোমান চৌধুরী, আ ফ ম সাঈফউদ্দিন, মঈনুল হাসান চৌধুরী, শাহিন মোল্লা, ফররুখ আহমেদ পাভেল, নাঈম রনি, আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জা, সুজন বর্মন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, খোরশেদ আলম, সম্পাদকমন্ডলীর সদস্য কবীর আহমেদ, আবু তারেক রনি, মিনহাজুল আবেদীন সানি, মিয়া মোহাম্মদ জুলফিকার, ওসমান গনি বাপ্পি, শাহরিয়ার হাসান, লিটন চৌধুরী রিংকু, আশরাফ উদ্দিন টিটু, এম এ হালিম সিকদার মিতু, আবদুল আহাদ, শফিকুল ইসলাম পারভেজ, শরীফুল ইসলাম আদনান, শেখ শরফুদ্দিন সৌরভ, আবু হানিফ রিয়াদ, বোরহান উদ্দিন ফরহাদ, ফয়সাল সাব্বির, পিংকি সাহা, আলবীন নূর নাহিয়ান, সহ-সম্পাদক কাইছার মাহমুদ রাজু,এম হাসান আলি, সাব্বির সাকির, শুভ ঘোষ, শাহজাহান সাজু, কালাচাঁদ ভট্টাচার্য সীমান্ত, কার্যনির্বাহী সদস্য আরাফাত রুবেল, মোশাররফুল হক চৌধুরী পাভেল,মোস্তফা কামাল, সালাহউদ্দিন বাবু, মিজানুর রহমান মিজান, ইকবাল হোসেন নয়ন,শেখর দাশ, ইমরান সাওন, আবুল কালাম আজাদ, মমশাদ হোসেন রাব্বি, ফয়সাল অভি।
চান্দগাঁও থানা ছাত্রলীগ
নগরীর চান্দগাঁও থানা শাখা ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। এর আগে চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নূরুন নবী সাহেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল আলম শহীদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ছাত্রলীগ মহান মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন। দেশ এবং গণতন্ত্র যখনই সংকটে পড়েছে ছাত্রলীগ তখনই এগিয়ে এসেছে, দেশকে সংকট থেকে উদ্ধারে ভূমিকা রেখেছে। ২৭ জানুয়ারি সিটি করপোরেশনের নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে ছাত্রলীগকে ভ্যানগার্ডের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। ঐক্যবদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের শক্তির কাছে পরাজিত হবে দেশবিরোধী অপশক্তি।’
সভায় আরও বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলী রেজা রক্সি, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু, নগর ছাত্রলীগের সহসভাপতি ইয়াসিন আরাফাত কচি ও নোমান চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা ফজলুল কবির সোহেল, সাহেদুল আলম অপু, জাহেদ আহমদ বাবর, আবু সাইদ সুমন, ওয়াহিদুল আলম ওয়াহিদ।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ
নানা আয়োজনে সংগঠনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ। সোমবার সকাল ৮টায় ক্যাম্পাসে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে নেতাকর্মীরা মিলে কেক কাটেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় ছাত্রলীগ নেতারা বলেন, ‘জাতির জনকের হাতে গড়া সংগঠন ছাত্রলীগ বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে মিশে আছে। এখনো দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে।
কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সহসভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক উথিলা মারমা, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক খন্দকার নাইমুল আজম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাইফুল খান, উপপ্রচার সম্পাদক আবু নাঈম মো. হাসান, দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল সাইমুন, কলেজ ছাত্রলীগ নেতা ইকবাল কায়সার, জাহিদ হাসান সাইমন, জিয়াউদ্দিন আরমান, নীরব মামুন, রুবেল উদ্দিন, মিনারুল হক, ইমাম হোসেন, সৈয়দ রাহাত, এইচ এম আকাশ, ওয়াহিদুর রহমান সুজন, জামশেদ উদ্দিন, অর্ণব দেব, সাইফুল ইসলাম রাজ, মোস্তফা তারেক, আবদুল মালেক রুমি, সাফায়েত হোসেন রাজু, রাশেদুল ইসলাম, এস এম কবিরুল আজম, সিরাজুল ইসলাম তুহিন, মামুন সিকদার, আনসার উল্লাহ।
মহসিন কলেজ ছাত্রলীগ
মৌলবাদ,জঙ্গিবাদ ও একাত্তরের পরাজিত শক্তিকে প্রতিরোধের আহ্বান জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চট্টগ্রামের সরকারী হাজী মুহম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগ। সকালে কলেজ ক্যাম্পাসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর করোনাকালীন স্বাস্থ্যসুরক্ষা মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রলীগ নেতারা বলেন, ‘ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগ এই করোনা মোকাবিলায় সারাদেশে সক্রিয় ভূমিকা পালন করছে। স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করছে। এর পাশাপাশি কৃষকের ধান কাটা, বন্যাদুর্গতদের কাছে ত্রাণ বিতরণের কর্মসূচিতেও অংশ নিয়েছে। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেস বা বাসা ভাড়া নিয়ে সংকটে সহযোগিতায় এগিয়ে এসেছে ছাত্রলীগ। শিক্ষার্থীদের সংকটে সবসময় পাশে আছে ছাত্রলীগ।’
মহসিন কলেজ শাখা ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুনের সভাপতিত্বে এবং হারুন অর-রশীদ হৃদয়ের সঞ্চালনায় সভায় তাফহিমুল ইসলাম সোহেল, সাজ্জাদ হোসাইন বাপ্পি,মীর মো. রবি, আরিফুল ইসলাম, মীর শাফায়েত, তাওহীদুল ইসলাম কাইসার, মো.মাইনুল, সাফায়েত ফাহিম, রাকিব বিন আবদুর নূর, ইমরান হোসেন ইমন, আনিস মাহমুদ, আবু হানিফ সৌরভ, আরিফুল ইসলাম, তানবীর সোহেল, অভি রায়, যুবরাজ দাশ, ইমরুল হাসান ইমন, হাসান রিয়াদ, মিশন দাশ, সাফায়েত হোসাইন, মো. তাসবীহ, মো. মাসুম, তানবীর মাহমুদ, রাহুল দে, জুবায়েদ হোসাইন, নাজিম উদ্দিন, সজীব চৌধুরী, আবদুল্লাহ আবির, সাজ্জাদুল আলম, তাওহীদুল ইসলাম, ইনজামুল হক।