Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন— প্রধানমন্ত্রীকে নানক


৪ জানুয়ারি ২০২১ ২৩:১৪

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, করোনায় বিশ্ব যখন আক্রান্ত হয়ে দুমড়ে মুচড়ে পড়েছে তখন আপনি ছিলেন অটল। আপনি লকডাউন করেছেন। আবার বিশ্বকে দেখিয়ে দিয়েছেন অর্থনৈতিক প্রবাহ বজায় রাখার জন্য, মানুষের বেঁচে থাকার জন্য, জীবন এবং জীবিকা উভয় চলতে হবে একসাথে। বিশ্বে আপনি ইতিহাস সৃষ্টি করেছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি কেআইবি মিলনায়তন প্রান্তে যুক্ত ছিলেন।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নানক বলেন, ‘আজকের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই ছাত্রলীগেরই সৃষ্টি। তিনি ছাত্র রাজনীতি করেছেন, ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। এই ছাত্রলীগের নেতৃত্ব দিয়েই তিনি দেশ প্রেম-দেশ পরিচালনা শিখেছেন। সেই কারণে শেখ হাসিনা একটি বিপ্লবী নামে তৈরি হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ আমাদের কাছে ইতিহাস ও ঐতিহ্যের নাম। এই ছাত্রলীগই আমাদেরকে শিখিয়েছে দেশপ্রেম। এ দেশের মানুষের কল্যাণে যা হয়েছে সবই ছাত্রলীগ করেছে। আমিও ছাত্রলীগের দায়িত্ব পালন করতে পেরে নিজেকে গর্বিত মনে করি।’

করোনাকালে ছাত্রলীগের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের ভূমিকার কথা তুলে ধরেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘আপনি এই ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিলেন করোনায় মানুষের পাশে দাঁড়াবার জন্য। তারা সাহায্য-সামগ্রী নিয়ে গিয়েছে। মধ্যবিত্ত-উচ্চবিত্ত শ্রেণিরা হাত পাততে পারে না। আপনি নির্দেশ দিয়েছিলেন, এই ছাত্রলীগকে রাতের অন্ধকারে ওই বাড়িগুলোতে খাবার পৌঁছে দিয়ে আসতে হবে। এই ছাত্রলীগ সেই খাবার পৌঁছে দিয়েছে। শুধু তাই নয়, সন্তান যখন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মায়ের কাছে যায় না, লাশ দাফন করার লোক নেই- এই ছাত্রলীগ দাফন-দাফনের কাজটুকু পর্যন্ত করে দিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছে আওয়ামী লীগ। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ছিল। জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য মহাপরিকল্পনা থাকলেও, তা কমিয়ে সীমাবদ্ধতার মাধ্যে আনা হয়েছে। কারণ দেশের মানুষের জীবন বাঁচানোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নেত্রী শেখ হাসিনা মহামারি করোনাভাইরাস মোকাবিলার জন্য দেশ লকডাউন করেছেন। তবে লকডাউনে মানুষ যেন ক্ষতির সম্মুখীন না হয় সে বিষয়ে সর্বক্ষণিক নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন। সহায় ও দিনমজুরদের সহায়তার মাধ্যমে অভাবমুক্ত রেখেছেন।’

তিনি আরও বলেন, ‘করোনা মহামারি চলাকালীন দেশে আমন ধান পেকে যায়। তখন দেশে তথাকথিত বুদ্ধিজীবীরা টকশোতে গলা ফাটিয়ে বলেছেন, আমন ধান নষ্ট হয়ে যাবে, লকডাউন দিলেই দেশের সব ফসল বিনষ্ট হবে। সবাই মনে করেছিল ধানে ব্যাপক ক্ষতি হতে পারে, ফল ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু বিচক্ষণ নেত্রী শেখ হাসিনার সঠিক নির্দেশনা কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে তাদের ঘরে পৌঁছে দিয়েছেন।’

এ সময় ছাত্রলীগের সকলস্তরের নেতাকর্মীকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপননে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে তা পালনের আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক।

গণভবন প্রান্ত এবং কেআইবি মিলনায়তনে প্রান্তে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এদিন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বক্তব্য দেন ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়া মঞ্চে ১৯৮১ সাল থেকে বিগত সময়ে সাবেক হওয়া কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এছাড়া মঞ্চে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

আওয়ামী লীগ জাহাঙ্গীর কবির নানক টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিমণ্ডলীর সদস্য

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর