Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থবছরের ৬ মাসে ‘কালো টাকা’ থেকে রাজস্ব ৯৬২ কোটি টাকা


৪ জানুয়ারি ২০২১ ২৩:৫৯

ঢাকা: চলতি ২০২০-২১ অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ৭ হাজার ৬৫০ জন ব্যক্তি শ্রেণির করদাতার কালো টাকা সাদা করেছেন। এর মাধ্যমে সরকার রাজস্ব পেয়েছে ৯৬২ কোটি টাকা।

সোমবার (৪ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এনবিআর সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কালো টাকা বিনিয়োগের মাধ্যমে ৭ হাজার ৬৫০ জন ব্যক্তি শ্রেণির করদাতার কাছ থেকে ৯৬২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দেওয়ার হার গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। অর্থবছরের প্রথম ছয় মাসে আয়কর রিটার্ন দিয়েছেন ২১ লাখ ৫১ হাজার ৩২৬ জন। গত অর্থবছরে একই সময়ে ১৯ লাখ ২৫ হাজার ৭৭৭ জন রিটার্ন জমা দিয়েছিলেন। ফলে একবছরে করদাতা বেড়েছে ২ লাখ ২৫ হাজার ৫৪৯ জন।

এনবিআরে জমা দেওয়া রিটার্ন সূত্রে জানা গেছে, নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, ফ্ল্যাট ও জমি কিনে গত ছয় মাসে কালো টাকা সাদা করেছেন ৭ হাজার ৪৪৫ জন। সরকার এই খাত থেকে কর পেয়েছে ৯৩৯ কোটি ৭৬ লাখ টাকা। অন্যদিকে পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করেছেন ২০৫ জন। এই খাত থেকে সরকার কর পেয়েছে ২২ কোটি ৮৪ লাখ টাকা।

এনবিআর কালো টাকা কালো টাকা সাদা রাজস্ব আয়

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর