Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈদেশিক মুদ্রায় লেনদেন সহজ করলো বাংলাদেশ ব্যাংক


৫ জানুয়ারি ২০২১ ০৮:৩৫

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রয়োজনীয় ব্যয় মেটাতে বছরে এক লাখ মার্কিন ডলার বিদেশে পাঠাতে পারবে।

এইক্ষেত্রে আরও বলা হয়েছে, এক লাখ ডলার অথবা আগের বছরের বিক্রয়ের (ঘোষিত) এক শতাংশ দু’টির মধ্যে যেটি বেশি সেই পরিমাণ অর্থ বিদেশে পাঠানো যাবে। এইক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদনের দরকার হবে না।

সোমবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিগত বছরের আয়কর বিবরণীতে ঘোষিত ব্যয়ের এক শতাংশ অথবা এক লাখ মার্কিন ডলার যেটা বেশি হবে সেই পরিমাণ অর্থ দিয়ে বিদেশে কেনাকাটায় ব্যয় করতে পারবে।

এক লাখ টপ নিউজ বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর