Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আগামীকাল


৫ জানুয়ারি ২০২১ ১৭:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে আগামীকাল বুধবার (৬ জানুয়ারি) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আট ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস বিতরণ কোম্পানি তিতাস তাদের ফেইসবুক পেইজে এ সংক্রান্ত একটি নোটিশ দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের দ্বিতীয় ট্রাঞ্চের দ্বিতীয় পর্যায়ে মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেল ক্রসিং (নাখালপাড়া রেল ক্রসিংয়ের উভয় পাশে জোড়পাড়ে পর্যন্ত এবং বিজয় স্মরণী ব্রিজের উত্তর পার্শ্ব পর্যন্ত) গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য আগামী ৬ জানুয়ারি, বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মার্কেট আট ঘণ্টা নাখালপাড়া এলাকার সমগ্র পূর্ব নাখালপাড়া এবং নাখালপাড়া রেল ক্রসিং সংলগ্ন পশ্চিম নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় সকল শ্রেণির (শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির) গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’

বিজ্ঞাপন

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গ্যাস সরবরাহ টপ নিউজ তিতাস গ্যাস রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর