৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা
৫ জানুয়ারি ২০২১ ১৭:০৮
ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিএসটিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহের মধ্যে ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকায় অবস্থিত মেসার্স সিকদার স্টিল করপোরেশন রড বিক্রয়ে প্রতি ১০০ কেজি পরিমাপে ৪০০ গ্রাম কম এবং ১৫০০ কেজি ধারণক্ষমতা সম্পন্ন ডিজিটাল প্লাটফর্ম স্কেলের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এছাড়া একই এলাকায় অবস্থিত মেসার্স নিউ মুসলিম জুয়েলার্সের একটি ৬ শ গ্রাম ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় এবং মেসার্স টপ রেমণ্ড টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স কাপড় পরিমাপে নন-মেট্রিক গজ কাঠির ব্যবহার করায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিএসটিআই-এর স্কোয়াড অভিযানে সংস্থাটির সহকারি পরিচালক মফিজ উদ্দিন আহমাদ এর নেতৃত্বে পরিদর্শক মো. বিল্লাল হোসেন ও পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন।