বেতনের দাবিতে ডিএসসিসি সচিব দফতরের সামনে শ্রমিকদের অবস্থান
৫ জানুয়ারি ২০২১ ১৭:৩৮
ঢাকা: বকেয়া বেতনের দাবিতে দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত তিন শতাধিক শ্রমিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবের দফতরের সামনে অবস্থান ও বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে দক্ষিণ নগর ভবনে তারা এ বিক্ষোভ করেন।
শ্রমিকরা জানান, তারা নিয়োগপত্র পেয়ে গত বছরের জুন মাস থেকে দৈনিক মজুরিভিত্তিতে ডিএসসিসিতে কর্মরত আছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মশক নিধন কাজের জন্য তাদের বিভিন্ন ওয়ার্ডে নিয়োগ করা করে ডিএসসিসি। নিয়োগের পাঁচ মাস পর তাদেরকে ওয়ার্ড থেকে প্রত্যাহার করে সচিব দফতরে সংযুক্ত করা হয়। তারপর থেকে নিয়মিত হাজিরা নেওয়া হলেও বেতন দেওয়া হচ্ছে না।
তাদের অভিযোগ, সচিব দফতরে তারা নিয়মিত দায়িত্ব পালন করলেও গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন এখনো পাননি। কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এতে পরিবার-পরিজন নিয়ে তারা বিপদে রয়েছেন বলে জানান তারা।
তারা আরও জানান, বেতন না হওয়ার বিষয়ে কর্তৃপক্ষকে একাধিকবার বললেও তারা শ্রমিকদেরকে কোনো কিছুই জানায়নি। ফলে বাধ্য হয়ে মঙ্গলবার সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব দফতরের সামনে অবস্থান করেন।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য একাধিকবার ফোন করলেও ডিএসসিসি সচিব ফোন ধরেননি।
তবে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী সারারাবাংলাকে বলেন, ‘তারা বেতন পাচ্ছে না এটা ঠিক নয়। আমাদের বিভিন্ন স্থানে কর্মী বেশি রয়েছে। আমরা সেটা সমন্বয় করছি। সে কারণে একটু দেরি হচ্ছে। যারা বেতন পায়নি এখনো তারাও পাবে। তবে এই সমস্যা দূর হতে আরও একটু সময় লাগবে বলে জানান তিনি।’