Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত সফর বাতিল করেছেন বরিস জনসন


৫ জানুয়ারি ২০২১ ২২:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে পূর্ব নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর রয়টার্স।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছেন।

ওই মুখপাত্র বলেন, সকালেই ভারতের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে নিজের অপারগতার কথা জানিয়েছেন বরিস জনসন।

এদিকে, নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণের মুখে যুক্তরাজ্যজুড়ে ছয় সপ্তাহের লকডাউন আরোপ করা হয়েছে। এ সময় সার্বিক বিষয় তদারকি করতে প্রধানমন্ত্রীকে দেশেই থাকতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকি নিয়ে ভারতে কৃষকরা বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন। কয়েকদিন আগে, তাদের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ভারত সফরে না আসার ব্যাপারে আহ্বান জানানো হয়েছিল।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জানুয়ারির শেষ দিকে প্রথমবারের মতো ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক বাস্তবতায় নতুন মিত্র হিসেবে ভারতকে সামনে নিয়ে আসা ছিল ওই সফরের লক্ষ্য।

টপ নিউজ নরেন্দ্র মোদি বরিস জনসন ভারত সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর