Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনিদের করোনার টিকা সরবরাহ করতে ইসরায়েলকে আহ্বান


৬ জানুয়ারি ২০২১ ১৪:৪২

দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের করোনা টিকার ডোজ সরবরাহ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে সংস্থাটি বলছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েল তা করতে বাধ্য।

পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ টিকার বিষয়ে ইসরায়েলের কাছে প্রকাশ্যে কোনো সহায়তা চায়নি। এ অঞ্চলে প্রায় ২৮ লাখ ফিলিস্তিনির বসবাস।

এদিকে গাজা উপত্যাকা নিয়ন্ত্রণকারী হামাসের টিকা প্রয়োগ প্রচেষ্টায় ইসরায়েলের সঙ্গে সমন্বয় হওয়ার সম্ভাবনাই নেই। গাজা উপত্যকায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনির বসবাস।

এ প্রেক্ষাপটে যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি বলছে, ইসরায়েলকে আন্তর্জাতিক বাধ্য-বাধকতা উপেক্ষা করা বন্ধ করে দখলকৃত পশ্চিম তীর ও গাজা এলাকায় করোনা টিকার সম ও যথাযথ সরবরাহ নিশ্চিত করতে হবে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, জাতিসংঘ সমর্থিত কোভ্যাক্সের মাধ্যমে পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের টিকা দেওয়া হবে।

ইসরায়েল পশ্চিম তীরে ইসরায়েলি বসতিসহ তার নাগরিকদের ১৯ ডিসেম্বর থেকে করোনাভাইরাসের টিকা দেওয়ার কাজ শুরু করেছে। ইসরাইল ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধ শেষে পশ্চিম তীর ও গাজা উপত্যাকা দখলে নেয়।

অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ইসরাইল ফিলিস্তিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর