Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে চবি শিক্ষার্থী নিখোঁজ


৬ জানুয়ারি ২০২১ ১৬:০৬ | আপডেট: ৬ জানুয়ারি ২০২১ ১৬:০৭

চট্টগ্রাম ব্যুরো: আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল থেকে বেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) মাগরিবের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বুধবার (৬ জানুয়ারি) সকালে নগরীর ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে লাবিবের পরিবার। ডবলমুরিং থানার উপ পরিদর্শক (এসআই) এস এম মানিক সারাবাংলাকে সত্যটা নিশ্চিত করেছেন।

নিখোঁজ এসএম আবরার লাবিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী।

নিখোঁজ আবরার লাবিবের ফুফাতো ভাই মোহাম্মদ সাদী চৌধুরী বলেন, ‘লাবিবের বাবা করোনাভাইরাসে আক্রান্ত, তিনি দীর্ঘদিন ধরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি আছেন। লাবিব তার বাবাকে দেখাশোনা করতেন। হাসপাতাল থেকে ১০ মিনিটের জন্য চা খেতে বের হয়েছিলেন তিনি। কিন্তু রাত দশটা-এগারোটা না আসায় তার বন্ধু থেকে শুরু করে আত্মীয় স্বজনদের কল দিয়ে জিজ্ঞেস করে জানতে পারি, কারও বাসায় সে যায়নি। কোথায় গেছে কেউ জানে না। এক প্রকার নিখোঁজ হয়েছে। আজ সকালে ডবল মুরিং থানায় জিডি করে এসেছি।’

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম মানিক বলেন, ‘আজ সকালে তার পরিবার এসেছিল। থানায় নিখোঁজ জিডি করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।’

চট্টগ্রাম চবি শিক্ষার্থী নিখোঁজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর