Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না.গঞ্জ সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনের যাবজ্জীবন


৬ জানুয়ারি ২০২১ ১৯:২২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন এ আদেশ দেন। একইসঙ্গে একটি চাঁদাবাজির মামলা থেকে তাকে বেকসুর খালাস দেন আদালত।

নারায়ণগঞ্জের সহকারী সরকারি কৌঁসুলি সালাহ উদ্দিন সুইট জানান, ২০১৩ সালে নূর হোসেনকে আসামি করে  সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, নূর হোসেনের অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়ার পরও সেই অস্ত্র তিনি ব্যবহার করেন। আদালত এই মামলায় পাঁচ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন। আজ (মঙ্গলবার) ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

সালাহ উদ্দিন সুইট আরও জানান, নূর হোসেনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলাও দায়ের করা ছিল। ওই মামলায় আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলাটিতে আদালত তাকে বেকসুর খালাস দেন।

এর আগে, মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। রায় ঘোষণার পর তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

নূর হোসেন যাবজ্জীবন কারাদণ্ড সাত খুন মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর