শিক্ষার্থীদের সন্ত্রাস-মাদক মুক্ত থাকার আহ্বান আইজিপি’র
১৭ মার্চ ২০১৮ ২২:০৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বঙ্গবন্ধুর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের সন্ত্রাস ও মাদক মুক্ত থেকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
শনিবার (১৭ মার্চ) রাতে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৮’ উপলক্ষে বই পড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর এর আয়োজন করে।
জাবেদ পাটোয়ারী বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক অথবা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবনীর চেয়ে অনেক তথ্যবহুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী। তিনি সোনার বাংলা গড়ার জন্য যে স্বপ্ন দেখেছিলেন, সেই ক্ষুধা-দারিদ্র মুক্ত দেশ আমরা আজ দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধু দূরদর্শী ছিলেন। তেমন দূরদর্শী চিন্তার অধিকারী তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, বাংলাদেশকে নিরাপদ করার প্রধান কারিগর হচ্ছে পুলিশ। ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলে পুলিশ সদস্যরাই। রাজারবাগে শতশত পুলিশ সদস্যরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। আমরা তাদেরই উত্তরসূরী।
আইজিপি বলেন, ১৯৭১ সালের মতো ২০১৩, ১৪ ও ১৫ সালেও স্বাধীনতা বিরোধী চক্ররা নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু পুলিশ তা প্রতিরোধে পিছ পা হয়নি। জঙ্গি উত্থানেরও চেষ্টা হয়েছে, সে ষড়যন্ত্র থেকেও দেশকে পুলিশ মুক্ত করেছে। এখন বাংলাদেশে সর্বত্রই মাদকের থাবা। মাদকের এই থাবা থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ গড়ায় অগ্রণী ভূমিকা রাখতে মাদকের বিরুদ্ধে পুলিশ দৃঢ় প্রত্যয়ই।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, বঙ্গবন্ধু আছে আমাদের ভালবাসায়, আমাদের সবার অন্তরে। বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে অনেক ভালবাসতেন, তার অসংখ্য প্রমাণ রয়েছে। বঙ্গবন্ধু এত বিশাল যে, স্বল্প সময়ে তার কথা বলে শেষ করা যাবে না। তিনি শুধু পতাকা আর রাষ্ট্রই দেননি, বাঙালি জাতিকে আত্মসম্মানের সঙ্গে বাঁচতে শিখিয়েছেন। তিনি না হলে এই বাংলাদেশ আমরা পেতাম না।
আগামীতে পুলিশের সব স্থাপনাগুলো শহীদ পুলিশ সদস্যদের নামে করা হবে বলেও জানান তিনি।
জঙ্গিবাদ সম্পর্কে তিনি বলেন, কোথায় জঙ্গিবাদের শেকড়- আমরা সেটি তদন্ত করে দেখেছি। যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা করেছিল তারাই আজকে দেশে জঙ্গিবাদের শেকড়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এইচআরএম) মো. মহসিন হোসেন। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ, সাবেক সচিব বীর প্রতীক মোমিন উল্লাহ পাটোয়ারী।
সারাবাংলা/এসআর/এটি