দেশপ্রিয়র বাড়ি রক্ষায় আদালতে গেল জেলা প্রশাসন
৬ জানুয়ারি ২০২১ ২১:৪৫
চট্টগ্রাম ব্যুরো: ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্তের বাড়ি রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বুধবার (৬ জানুয়ারি) ঐতিহাসিক বাড়িটি না ভাঙার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে জেলা প্রশাসনের দেওয়ানি মামলা শাখার পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আদালত ভবনটি ভাঙার ওপর একমাসের নিষেধাজ্ঞা দিয়েছেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, ‘আদালত একমাসের নিষেধাজ্ঞা দিয়েছেন। ঐতিহাসিক ভবনটি আর কেউ ভাঙতে পারবে না। ঐতিহাসিক এসব স্থাপনা রক্ষায় আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।’
আরও পড়ুন-
- দেশপ্রিয়র বাড়ি রক্ষায় আদালতে যাবেন বিশিষ্টজনেরা
- ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি স্থাপনা ভাঙার ওপর স্থিতাবস্থা
- ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতি স্থাপনায় বুলডোজারের আঘাত
চট্টগ্রাম জেলা প্রশাসনের দেওয়ানি শাখা থেকে বলা হয়েছে, ভবনসহ জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত। জেলা প্রশাসন এর কাস্টডিয়ান। প্রথম যুগ্ম জেলা জজ আদালতের যে আদেশের কথা বলে একটি পক্ষ বাড়িটির একাংশ ভেঙেছে, সেই মামলায় জেলা প্রশাসনকে পক্ষভুক্ত করা হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে মামলায় পক্ষভুক্ত করার আবেদন করা হয়েছে। আদালত এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবেন বলে জানিয়েছেন।
নগরীর রহমতগঞ্জে ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্তের বাড়িটির একাংশ গত সোমবার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় একটি পক্ষ। খবর পেয়ে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত স্থানীয় জনতাকে নিয়ে প্রতিরোধ করে বাড়ি ভাঙা বন্ধ করেন। বাড়িটি ভাঙচুরের প্রতিবাদে ইতোমধ্যে সোচ্চার হয়েছেন চট্টগ্রামের রাজনীতিকসহ বিশিষ্টজনেরা এবং বিভিন্ন সংগঠন।
এরই মধ্যে ওই বাড়িটি ভাঙতে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিটও দায়ের করা হয়েছে। রিটের শুনানি নিয়ে আদালত বাড়িটি ভাঙতে একমাসের স্থিতাবস্থা দিয়েছেন। একইসঙ্গে বাড়িটি দখল ও ভাঙাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই স্থাপনাকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে রক্ষণাবেক্ষণের জন্য কেন নির্দেশনা দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদফতরের পরিচালক, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার, চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক ও শিশুবাগ স্কুলের প্রধান শিক্ষককে রুলের জবাব দিতে বলেছেন আদালত।
আদালতে আবেদন জেলা প্রশাসন দেওয়ানি মামলা শাখা দেশপ্রিয়র বাড়ি ব্রিটিশবিরোধী স্থাপনা