Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জিয়া-এরশাদ-খালেদার সরকার দেশের মানুষের জন্য কিছুই করেনি’


৬ জানুয়ারি ২০২১ ২১:৫৫

ঠাকুরগাঁও: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, অতীতে অনেক সরকার এসেছে, গেছে। জিয়া-এরশাদ-খালেদা সরকার, তারা দেশের মানুষের জন্য কিছুই করেনি। বাংলাদেশকে লুটপাট, দুনীর্তির আড্ডাখানায় পরিণত করেছে। মাদক দিয়ে তরুণদেরকে বিকলাঙ্গ করার চেষ্টা করেছে। আজকে সেই বাংলাদেশ ঘুরে দাড়িয়েছে।

বুধবার (৬ জানুয়ারী) বিকেল তিনটায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল আলী আকবর এমপি অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুল আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশে একটি রাস্তা বা কালভার্ট নির্মাণে বিদেশি সাহায্যের প্রয়োজন হতো। সেই বাংলাদেশ এখন ১২ মিলিয়ন ডলারে রুপপুর পারমাণবিক কেন্দ্র করছে, ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে মাতারবাড়ির মতো গভীর সমুদ্র বন্দর করছে। হাজার হাজার কোটি টাকা দিয়ে পায়রা বন্দর করছে।

মন্ত্রী বলেন, যে সেতু নিয়ে খালেদা, ড. ইউনুসরা ষড়যন্ত্র করেছিল, বিশ্বব্যাংক ষড়যন্ত্র করেছিল – সেই পদ্মা সেতু এখন দৃশ্যমান হয়েছে। উন্নয়নের মধ্য দিয়ে সারা দুনিয়া এখন বাংলাদেশকে দেখছে। সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবো।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশে কোন গৃহহীন থাকবে না। এক সময়, মানুষের খাদ্য-বস্ত্র-চিকিৎসার অভাব ছিল এখন সেই অভাব আর নেই। বিনামূল্যে বই বিতরণ হয়, এমন কোনো শিশু নেই যারা স্কুলে যায় না।

মন্ত্রী প্রতিবন্ধীদের উন্নয়ন নিয়ে বলেন, শেখ হাসিনা সরকার যখন ১৯৯৬ সালে ক্ষমতায় এসেছিল তখন প্রতিবন্ধীদের জন্য ভাতা দেওয়া শুরু করেছিল। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রতিবন্ধীদের নিয়ে এসেছিল। এক সময় প্রতিবন্ধীরা ঘরে ঢুকে থাকতো এখন তারা বাইরে বের হচ্ছে পড়াশুনা করছে। প্রতিবন্দীদের সবচেয়ে বেশি প্রধান্য দিয়ে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ কাজ করছেন। তিনিই প্রথম প্রতিবন্ধীর উন্নয়নে একটি জাগরণ সৃষ্টি করেছেন।

বিজ্ঞাপন

এদিকে, সাবেক এমপি সেলিনা জাহান লিটার সভাপতিত্বে ওই অভিভাবক সমাবেশে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কতুবুল আলম, সহকারী পুলিশ সুপার কামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, এএসপি রাণীশংকৈল সার্কেল তোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শেফালী বেগম, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, অফিসার ইনর্চাজ (ওসি) এস এম জাহিদ ইকবাল।

অন্যদিকে, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রাণীশংকৈল খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন।

ঠাকুরগাঁও প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি রাণীশংকৈল

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর