ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের চার তলায় লাগা আগুন নিভেছে। এর আগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই ঢামেকের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ছালেহ উদ্দিন বলেন, ‘আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুটি ইউনিট নিয়ে হাসপাতালে যাই। কিন্তু তার আগেই হাসপাতালের কর্মচারীরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত বর্জ্য থেকে আগুন লেগেছিল। তবুও বিষয়টি তদন্ত করে বের করা হবে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘পুরাতন ভবনের আইসিইউ এর বাইরের দিকে আগুন লাগে। সেখানে এসি আছে। হাসপাতালের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলে। তবে চারতলায় আইসিইউতে ১৮জন ও এইচডিইউতে ১৮জন রোগী আছে। তাদের কোনো সমস্যা হয়নি। সেখানে ধোয়া ঢুকতে পারেনি। অবশ্যই আগুন লাগার কারণ খুঁজে বের করতে হবে।’