Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবি ভিসিকে ক্যাম্পাসে ফেরাতে ভবন ঘেরাও, অবরুদ্ধ প্রো-ভিসি


৭ জানুয়ারি ২০২১ ১৬:১৭

ঢাকা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে ক্যাম্পাসে ফেরাতে ও বর্তমান প্রশাসনের অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার প্রতিবাদে প্রশাসনিক ভবন ঘেরাও করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা এবং অর্থ ও হিসাব দফতরের পরিচালক অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিম।

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার দাবি করা ভিসিবিরোধী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে এই কর্মসূচি শুরু করেন।

বিজ্ঞাপন

অধিকার সুরক্ষা পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের শর্ত ভঙ্গ করে মাসের পর মাস ঢাকায় অবস্থান করছেন। তার অনুপস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ভেঙেপড়েছে। উপাচার্য এবং বর্তমান প্রশাসনের অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতার কারণে বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হচ্ছে। তাই তাকে ক্যাম্পাসমুখী করতে এমন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।’ আজকের মধ্যে উপাচার্য ক্যাম্পাসে না ফিরলে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে অবরুদ্ধ থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা বলেন, ‘শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দাবি শুনে উপাচার্যের সাথে কথা হয়েছে। উপাচার্যকে ক্যাম্পাসমুখী হওয়ার অনুরোধ করব।’ এবিষয়ে উপাচার্যকে একাধিকবার ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

অবরুদ্ধ ক্যাম্পাসে ফেরাতে টপ নিউজ ড. নাজমুল আহসান কলিমুল্লাহ প্রো ভিসি বেরোবি ভিসি ভবন ঘেরাও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর