Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইডেনকে কংগ্রেসের স্বীকৃতি, হার মানলেন ট্রাম্প


৭ জানুয়ারি ২০২১ ১৭:৩০ | আপডেট: ৮ জানুয়ারি ২০২১ ১৪:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের কংগ্রেস নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়কে স্বীকৃতি দেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প নিজের পরাজয় মেনে নিয়ে, জানুয়ারির ২০ তারিখ নিয়ম অনুযায়ী নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। খবর রয়টার্স।

বুধবার (৬ জানুয়ারি) মার্কিন কংগ্রেসের এক যৌথ অধিবেশনে জো বাইডেন ও কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়।

এর আগে, পেনসিলভেইনিয়া ও অ্যারিজোনা রাজ্যের ভোট নিয়ে রিপাবলিকান দলের তোলা আপত্তি সিনেট এবং প্রতিনিধি পরিষদ প্রত্যাখ্যান করার পর ইলেকটোরাল ভোটের ফলাফল অনুমোদন করা হয়।

বিজ্ঞাপন

এদিকে, বাইডেনকে বিজয়ী ঘোষণার দিনে ক্যাপিটলে ট্রাম্পপন্থিদের নজিরবিহীন সহিংসতার ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের পক্ষে হোয়াইট হাউজের সোশ্যাল মিডিয়া কর্মকর্তা এক বিবৃতি প্রকাশ করেন।

ওই বিবৃতিতে ট্রাম্প বলেন – যদিও তিনি নির্বাচনের ফলাফলের সঙ্গে একমত নন। তবুও, নিয়মানুসারেই আগামী ২০ জানুয়ারি ক্ষমতার হস্তান্তর অনুষ্ঠিত হবে।

পাশাপাশি, বিবিসি’র হোয়াইট হাউজ সংবাদদাতা জানিয়েছেন – প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের পর তিনি অবসর না কাটিয়ে রাজনীতিতে সক্রিয় থাকবেন। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইঙ্গিত মিলেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর