সামরিক শক্তি বাড়নোর ঘোষণা কিমের
৭ জানুয়ারি ২০২১ ১৮:২৮
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
এমন এক সময়ে কিম এই ঘোষণা দিলেন, যখন পারমাণু অস্ত্র সমৃদ্ধকরণ কর্মসূচির কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং চাপের মুখে রয়েছে উত্তর কোরিয়া।
মঙ্গলবার (৫ জানুয়ারি) থেকে চলমান উত্তর কোরিয়া ওয়ার্কার্স পার্টির অষ্টম কংগ্রেসে কিম জং উন এ ঘোষণা দিয়েছেন।
এদিকে, এ বছরেই ক্ষমতায় বসার এক দশকপূর্তি হবে কিমের। এর মধ্যেই উত্তর কোরিয়ার সামরিক শক্তি সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে চান তিনি।
অন্যদিকে, করোনা সংক্রমণের মুখে নিজেদের আরোপিত সীমান্ত লকডাউনের কারণে উত্তর কোরিয়ায় অর্থনৈতিক সংকট বেড়েই চলেছে। এছাড়াও, কয়েকদফা প্রাকৃতিক দুর্যোগ এবং পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ ইস্যুতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির সামগ্রিক অবস্থা সঙ্গীন।
ওয়ার্কার্স পার্টির কংগ্রেস থেকে কিম জং উন, দেশটির মানুষের জীবন উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তার আগের দিনই, অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারার ব্যাপারটি স্বীকার করে নিয়েছিলেন কিম জং উন।