Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা


৭ জানুয়ারি ২০২১ ১৯:২৪

ঠাকুরগাঁও: সরিষার জন্য অনূকুল আবহাওয়া হওয়ায় বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে অধিক ফলনের স্বপ্ন দেখছেন ঠাকুরগাঁওয়ের সরিষা চাষিরা। এবার ঠাকুরগাঁয়ের রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের সরিষা চাষ হয়েছে। হলুদ রঙ আর মিষ্টি সুবাসে ভরে গেছে সরিষার ক্ষেতগুলো।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, স্বল্প খরচে অল্প সময়ে এ ফসল জনপ্রিয় হয়ে উঠেছে কৃষকের মাঝে। এবছর জেলায় ১২ হাজার ৬৩০ হেক্টার জমিতে সরিষা চাষ আবাদ হয়েছে। এই মৌসুমে অনুকূল আবহাওয়ায় এ জেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা এবং সরিষা চাষিরা অধিক মুনাফা লাভ করবে বলে আশা করছেন জেলা কৃষি বিভাগ।

বিজ্ঞাপন

আকচা ইউনিয়নের বন্দর গ্রামের সরিষা চাষি সুমন হোসেন জানন, গত বছর ২ বিঘা জমিতে সরিষার চাষ করে লাভ হওয়ায় এ বছর ৩ বিঘায় সরিষা চাষ করেছেন। সরিষার ফুল শেষে ভালো আর বড় বড় বীজ দেখা যাচ্ছে। ন্যায্যমূল্য পেলে এবছরও লাভের আশা করছেন তিনি।

আরেক চাষি সাদ্দাম বলেন, ‘এবার ১ বিঘা জমিতে সরিষা চাষ করেছি। এখন পর্যন্ত জমিতে কোনো সমস্যা দেখা যায়নি বরং সুন্দর আর স্বাস্থ্যবান বীজের দেখা পাওয়া যাচ্ছে।’ এতে ভালো ফলন আর লাভের আশাও করছেন তিনি।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আফতাফ হোসেন জানান, কৃষকদের যথার্থ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে তীব্র শীত ও ঘন কুয়াশা কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তারপরও সার্বিক আবহাওয়া অনুকূল থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

অনূকুল আবহাওয়া সরিষা চাষ সরিষা চাষি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর