Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পবিপ্রবির ভিসির দায়িত্বে অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত


৭ জানুয়ারি ২০২১ ২১:৩১

ঢাকা: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্যের (ভিসি) মেয়াদ শেষ হওয়ায় জ্যেষ্ঠতম ডিন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তকে ভিসির রুটিন দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ শূন্য হয়েছে। পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ওই বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতম ডিন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘মন্ত্রণালয়ের অফিস আদেশ পেয়েছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করব।’

ড. স্বদেশ চন্দ্র সামন্ত পবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর