তিন বছরের মাথায় বিশ্বের শীর্ষ ধনী হিসেবে অ্যামাজনের জেফ বেজোসকে টপকে গেলেন স্পেসএক্সের এলন মাস্ক। খবর ব্লুমবার্গ।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স প্রকাশিত এ বছরের শীর্ষ ৫০০ সম্পদশালীর তালিকার প্রথমে এসেছে প্রথাবিরোধী ধনকুবের এলন মাস্কের নাম।
এর আগে, ২০১৭ সাল থেকে ওই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছিলেন আরেক ধনকুবের জেফ বেজোস।
এদিকে, ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের সর্বশেষ হিসাব অনুযায়ী, এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১২১ বিলিয়ন মার্কিন ডলার। যা, জেফ বেজোসের মোট সম্পদের তুলনায় তিন বিলিয়ন ডলার বেশি।