পান্থপথের বক্স কালভার্ট থেকে ১০৬ টন বর্জ্য অপসারণ
৮ জানুয়ারি ২০২১ ০০:১৯
ঢাকা: পান্থপথ বক্স কালভার্ট থেকে ১০৬ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সেই সঙ্গে শ্যামপুর খালে জমে থাকা ৪ থেকে ৫ ফিট বর্জ্যের স্তর যান্ত্রিক ব্যবস্থাপনায় বর্জ্য অপসারণ শুরু করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত খাল পরিষ্কার কার্যক্রমের ৫ম দিনে পান্থকুঞ্জ, পান্থপথ ও রাসেল স্কয়ারের ড্রেনেজ পিট থেকে এক্সকাভেটর, ডোজার ও গ্রেভার ব্যবহারের মাধ্যমে ১০৬ টন বর্জ্য অপসারণ করা হয়। সেইসঙ্গে সেগুনবাগিচা বক্স কালভার্টের গোপীবাগ আউটলেটে ম্যানুয়ালি বর্জ্য উত্তোলন কার্যক্রম চলমান আছে।
এদিকে আজ সকাল থেকে জিরানি খালের ত্রিমোহনী অংশে এক্সোভেটর ব্যবহারের মাধ্যমে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ডিএসসিসি। সকাল দশটা থেকে শুরু হওয়া এই কার্যক্রম সন্ধ্যা অবধি চলমান ছিল। একইসঙ্গে রাজধানীর জিরানি, মান্ডা ও কালু নগর খাল হতে ম্যানুয়ালি বর্জ্য উত্তোলন কার্যক্রম চলমান রয়েছে।
চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম প্রসঙ্গে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. বদরুল আমিন বলেন, ‘জিরানি খাল থেকে বর্জ্য অপসারণ এবং চ্যানেল পরিষ্কারের লক্ষ্যে আজ সকাল থেকে আমরা যান্ত্রিক ব্যবস্থাপনায় বর্জ্য উত্তোলন কার্যক্রম শুরু করেছি। পাশাপাশি, সীমানা নির্ধারণ কার্যক্রমও চলমান রয়েছে। খালের সীমানার মধ্যে ইতোমধ্যে সীমিত আকারে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমাদের নির্ধারিত সময়সীমার মধ্যে আমরা খালের মধ্যে থাকা সকল স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করব।’
তিনি আরও বলেন, ‘আমরা মান্ডা খাল ও শ্যামপুর খালেও বর্জ্য উত্তোলন কার্যক্রম পরিচালনা করছি। জিরানি খাল, শ্যামপুর খাল, বাসাবো কদমতলা খাল ও সেগুনবাগিচা বক্স কালভার্টের বর্জ্য অপসারণের মাধ্যমে মান্ডা খালের সাথে এসব খাল ও বক্স কালভার্টের সংযোগ স্থাপন করার লক্ষ্যে কাজ করে চলেছি।’ পান্থপথ বক্স কালভার্ট ও জিরানি খালে যন্ত্র ব্যবহারের মাধ্যমে এবং সেগুনবাগিচা বক্স কালভার্ট, শ্যামপুর খাল ও মান্ডা খাল থেকে ম্যানুয়ালি বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।