Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্যাক্স দিতে ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে ৯ কোটি টাকা চান এনু-রুপন


৭ জানুয়ারি ২০২১ ২৩:১৭ | আপডেট: ৮ জানুয়ারি ২০২১ ০০:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কৃত দুই ভাই এনামুল হক এনু ও রুপন ভুঁইয়া আয়কর দেওয়ার জন্য ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে প্রায় ৯ কোটি টাকা চেয়ে আবেদন করেছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এনু ও রুপনের পক্ষে তাদের আইনজীবী আনোয়ার হোসেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ আবেদন করেন। অন্যদিকে দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এর বিরোধিতা করেন।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন সারাবাংলাকে এনু-রুপনের আবেদেনের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের কাছে এ আবেদনের বিরোধিতা করেছি। এ বিষয়ে লিখিতভাবেও আপত্তি জমা দেবো বলে সময় চেয়েছি। আদালত তা মঞ্জুর করেছেন।

বিজ্ঞাপন

এদিকে, বুধবার অবৈধ সম্পদ অর্জনের পৃথক দুই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করা ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা দুদক প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য একই আদালত আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

আয়কর এনামুল হক এনু এনু-রুপন ফ্রিজ করা অ্যাকাউন্ট রুপন ভুঁইয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর