Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাপাহারে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু


৮ জানুয়ারি ২০২১ ১১:৪২

নওগাঁ: সাপাহারে ছেলের লাঠির আঘাতে সাহানা বেগম (৪৫) নামে মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার উত্তর মানিকুড়া গ্রামে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে ছেলে ও মায়ের মধ্যে ঝামেলা হয়। এ সময় ছেলে আরিফ তার মাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি জানান, এ বিষয়ে সাহানার ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

খুন নওগাঁ সাপাহার হত্যা

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর