পাসপোর্ট সেবার গতি বাড়ানোর আহ্বান ডিজির
৮ জানুয়ারি ২০২১ ১৮:০৩
ঢাকা: পাসপোর্ট সেবাকে আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) উত্তরায় পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লেক্সে ডিআইপি ও ই-পাসপোর্ট কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি আহ্বান জানান।
পাসপোর্টের ডিজি বলেন, ‘আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারী। তাই পাসপোর্ট সেবা গ্রহণকারীদের নির্বিঘ্নে সেবা দিতে হবে।’ পাশাপাশি তিনি বিভাগীয় প্রধান ও প্রকল্পে কর্মরত কর্মকর্তাদের করোনা মহামারীর মধ্যে পাসপোর্ট সেবা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানান।
এরপর পাসপোর্ট অধিদফতরের একজন পরিচালক, একজন উপ-পরিচালক ও একজন সুপারেন্টেন্ডের হাতে শুদ্ধাচার ক্রেস্ট তুলে দেন অধিদফতরের ডিজি। এরপর ই-পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর আরপিও প্রধান ও প্রকল্প কর্মকর্তারা উন্মুক্ত আলোচনা করেন।
পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক আইয়ুব চৌধুরী সেবার মানকে গতিশীল করার জন্য বেশ কয়েকটি সাব-কমিটি গঠন করেন। তিনি বলেন, ‘আমরা নির্ধারিত সময়ের মধ্যে এমআরপিকে ই-পাসপোর্ট দ্বারা প্রতিস্থাপিত করতে সক্ষম হবো। বর্তমানে প্রতিদিন আমরা ছয় হাজার পাসপোর্ট প্রদানের সক্ষমতা অর্জন করেছি। আমাদের দিন যত গড়াবে সেবার গতিও বৃদ্ধি পাবে।’
ই-পাসপোর্ট বিষয়ে তিনি বলেন, ‘ই-পাসপোর্ট সেবা চালুর বিষয়টি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার। আমরা এই ইশতেহার পূরণ করতে পেরেছি। আমরা এখন সফলতার দ্বারপ্রান্তে।’
ই-পাসপোর্টর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান এনডিসি দেশের সকল আরপিওতে ই-পাসপোর্টের এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করায় কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘আমরা বর্তমানে যে অবস্থার মধ্যে আছি। এই অবস্থা আমাদের জন্য চ্যালেঞ্জের। পাসপোর্ট গ্রাহকদের নির্বিঘ্নে সর্বোচ্চ সেবা দিতে কাজ চালিয়ে যাচ্ছি।’
প্রকল্প পরিচালক আরও বলেন, ‘আমাদের ই-পাসপোর্ট সেবার গতি প্রতিদিনই বাড়ছে।’