Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: বিএনপির প্রচার-প্রকাশনা কমিটির সভা


৮ জানুয়ারি ২০২১ ১৮:৫৯

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে বিএনপির প্রচার ও প্রকাশনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকাশনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মুক্তিযুদ্ধের নানা ঘটনার ওপর বিষয়ভিত্তিক লেখা এবং দুষ্প্রাপ্য ছবি, নথি, দলিল দস্তাবেজ সংগ্রহ করে প্রকাশের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রকাশনা কমিটির এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির প্রকশনা কমিটির আহ্বায়ক ও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সভা পরিচালনা করেন প্রকাশনা কমিটির সদস্য সচিব হাবিবুল ইসলাম হাবিব। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় উদযাপন কমিটির সদস্য সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

বিজ্ঞাপন

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ, অধ্যাপক ড. শাহিদা রফিক, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, সহ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ, ‍জি-৯-এর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সায়ন্ত, যুবদলের সহসভাপতি আব্দুল খালেক হাওলাদার, জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার প্রকাশক জহির দীপ্তি, হা ন ম শরিফুল হক শাহজী, ছাত্রদলের হাসান আল আরিফ, কৃষক দলের লায়ন মিয়া মো. আনোয়ার, এ কে এম রফিকুল ইসলাম, মহিলা দলের আসমা আজিজসহ অন্যরা।

বিজ্ঞাপন

এদিকে, শুক্রবার একই সময়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে গঠিত প্রচার উপকমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় প্রচার উপকমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় প্রচার উপকমিটির সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল করিম শাহীন, মোস্তাফিজুর রহমান বাবুল, আমিরুজ্জামান খান শিমুল, মিসেস বিলকিস ইসলামসহ অন্যরা।

প্রকাশনা কমিটির সভা প্রচার উপকমিটি প্রচার কমিটির সভা বিএনপির প্রকাশনা উপকমিটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর