Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অর্থনৈতিক মুক্তি দেওয়ার কাজ প্রধানমন্ত্রী দক্ষতার সঙ্গে করছেন’


৮ জানুয়ারি ২০২১ ২০:০৮

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু তিনি দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। এখন সেই কাজটি তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন।’

শুক্রবার (৮ জানুয়ারি) দুপু‌রে রূপগঞ্জ উপ‌জেলার রূপসী এলাকার গাজী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃ‌তিস্বরূপ দেশের সর্বোচ্চ সম্মানজনক ‘স্বাধীনতা পদকে’ ভূষিত হওয়ায় ফু‌লেল শু‌ভেচ্ছা জা‌নায় কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ।

মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘শেখ হা‌সিনার হাত‌কে আরও শ‌ক্তি কর‌তে স্বেচ্ছা‌সেবক লী‌গের নেতাকর্মী‌দের ঐক্যবদ্ধ ভা‌বে কাজ কর‌তে হ‌বে।’

এ সময় উপ‌স্থিত ছি‌লেন- কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মোহাম্মদ জা‌হেদ আলী, আওয়ামী লীগ নেতা র‌বি রায়, রূপগঞ্জ উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হের, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছা‌সেবক লীগের সভাপ‌তি আলমগীর হো‌সেন, সি‌নিয়র সহ-সভাপ‌তি শামীম আলম‌, সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপ‌তি আশিক ইকবাল, সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপ‌তি ওমর ফারুক ভুঁইয়াসহ অনেকে।

অর্থনৈতিকভাবে মুক্তি জাতির জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র ও পাটমন্ত্রী স্বাধীনতা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর