আ.লীগ-সিআরআই’র ‘কর্মজীবনের কর্মশালা’র উদ্বোধন শনিবার
৮ জানুয়ারি ২০২১ ২৩:১৭
ঢাকা: তরুণদের কর্মদক্ষতা ও কর্মপরিকল্পনা উন্নয়ন বিষয়ক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটি ও দলের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) যৌথ উদ্যোগে ‘কর্মজীবনের কর্মশালা’ শীর্ষক এই কর্মসূচি পরিচালনা করা হবে।
শনিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল পদ্ধতিতে সংযুক্ত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে আবারও কাজ শুরু করেন। উন্নয়নের অগ্রযাত্রার ধারাবিহকতায় গত এক যুগে দেশের খোলনচলে বদলে গেছে। উগ্রবাদ ও লোডশেডিংয়ের অন্ধকার জয় করে পুরো দেশ আজ আলোয় ঝলমলে। গত এক যুগে দেশের অবকাঠামো ও পরিকাঠামো পুরোপুরি বদলে গেছে। ডিজিটাল রূপান্তরের মাধ্যমে উন্নত বিশ্বের সঙ্গে সমানতালে এগিয়ে চলছে এক নতুন বাংলাদেশ। কিন্তু এই উন্নয়নের ফলে সৃষ্ট সব সুযোগ-সুবিধা এখনো নিতে পারছে না তরুণ প্রজন্ম।
দলটি বলছে, তাই দেশের অবকাঠামোগত সব সুযোগ কাজে লাগিয়ে তরুণ-তরুণীদের মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য দেশের প্রতিটি পরিবারের পাশে থাকতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ। এজন্য দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দল হিসেবে একটি সুদূরপ্রসারী কর্মযজ্ঞের মাধ্যমে তারুণ্যের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া এই দলটি।
এ বিষয়ে আওয়ামী লীগের এএলবিডি ওয়েব টিম ও সিআরআই’র কোর্ডিনেটর তন্ময় আহমেদ বলেন, আমরা মনে করি— প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিপুল অবকাঠামো-পরিকাঠামো তৈরি করেছেন, সেগুলোর মাধ্যমে দেশের যেকোনো তরুণ-তরুণী তার নিজের সম্ভাবনার সর্বোচ্চটাকে কাজে লাগাতে পারবে। কিন্তু তারুণ্যের নিজেদের সম্ভবনার সর্বোচ্চটাকে কাজে লাগানোর জন্য প্রয়োজন একটা সঠিক গাইডলাইন।
তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশের তরুণ প্রজন্ম নিজেদের একাডেমিক লেখাপড়া করলেও আধুনিক কর্মজীবন সম্পর্কে তাদের জানাশোনা কম। এমনকি আর্থিক কর্মজীবন সম্পর্কে সচেতন হতে কখনো কখনো একটি প্রজন্মের জীবনের মূল সময়টাই শেষ হয়ে যায়। মানুষ যখন বাস্তবতা বুঝে ফেলে, ততদিনে তার অনেক বয়স হয়ে যায়। তখন সবকিছু বুঝলেও আর কর্মের স্পৃহা থাকে না। এছাড়াও আমাদের তরুণ-তরুণীরা কর্মমুখী লেখাপড়ার ক্ষেত্রে অনেকক্ষেত্রেই পিছিয়ে আছে। লেখাপড়ার শুরুতে বা ছাত্রজীবন থেকে তারা কর্মজীবনমুখী লেখাপড়া করতে পারে না। তাই বর্তমান ও ভবিষ্যতের কর্মজগৎ সম্পর্কে ধারণা দিতে এবং সেই কর্মজগতে একজনের সম্ভাব্য পেশা নির্বাচনের ক্ষেত্রে আগাম ধারণা দেওয়া এবং সেই অনুসারে তরুণ-তরুণীদের নিজেকে তৈরি করতে সহযোগিতা করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
আওয়ামী লীগ কর্মজীবনের কর্মশালা শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটি সিআরআই