আন্তর্জাতিক ডেস্ক
গ্রিসের কাছে ইজিয়ান সাগরে অভিবাসী বোঝায় নৌকাডুবে ছয় শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো তিনজন।
শনিবার (১৭ মার্চ) এ ঘটনা ঘটে বলে আইরল্যান্ডের সংবাদমাধ্যম দ্যা জার্নাল জানিয়েছে।
গ্রিসের পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে ইজিয়ান সাগরের অ্যাগাথোনিসি দ্বীপের কাছে ২২জন যাত্রী নিয়ে শনিবার রাতে নৌকাটি ডুবে যায়। রাতভর খোঁজাখুঁজির পর ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।
পুলিশ জানায়, দুজন নারী ও একজন পুরুষ সাঁতার কেটে দ্বীপে উঠতে সক্ষম হয়েছেন। শব্দ শঙ্কেত, কয়েকটি জাহাজ ও একটি হেলিকপ্টার মরদেহ ও নিখোঁজদের উদ্ধারে কাজ করেছে।
গ্রিসের অভিবাসী বিষয়ক মন্ত্রী দিমিতরিস ভিতসাস বলেন, ইজিয়ান সাগরে শিশুসহ নানা বয়সী মানুষের এমন মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারি না। এটার একটা সমাধান দরকার। অভিবাসী ও শরনার্থীদের জন্যে এটাকে নিরাপদ রুট করতে হবে। একইসঙ্গে এই রুটে সব ধরণের মানবপাচার বন্ধ করতে হবে।
ইউরোপ ও তুরস্কের মধ্যে দুই বছর আগে ইউরোপে অভিবাসীদের যাওয়ার বিষয়ে এক বিতর্কিত আলোচনার পর, এটিই ইজিয়ান সাগরে নৌকা ডুবে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটল।
সারাবাংলা/আইএ