Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুইটার আমার মুখ বন্ধের যড়যন্ত্র করছে: ট্রাম্প


৯ জানুয়ারি ২০২১ ১৪:৫৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, রাজনৈতিক শত্রুদের সঙ্গে যোগসাজশে টুইটার তার মুখ বন্ধের ষড়যন্ত্র করছে। টুইটার কর্তৃপক্ষ তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার পর শুক্রবার তিনি এ অভিযোগ করেন।

এরপর ট্রাম্প তার সরকারি একাউন্ট থেকে একের পর এক টুইট করে যান। সেসব টুইটে তিনি বলেন, টুইটার তার মুক্ত বক্তব্য নিষিদ্ধ করার ক্ষেত্রে আরও এগিয়েছে। আজ রাতে ডেমোক্র্যাট ও র‌্যাডিকেল বামদের সঙ্গে মিলে টুইটার কর্তৃপক্ষ তার মুখ বন্ধের উদ্যোগ নেয়। তবে তার এ পোস্টটিও টুইটার খুব দ্রুতই মুছে দিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে টুইটারের এ উদ্যোগ আগে থেকেই আঁচ করে ট্রাম্প তার এ বক্তব্য বিবৃতি হিসেবে হোয়াইট হাউসের প্রেস অফিস থেকেও প্রচার করেছেন।

ট্রাম্প একইসঙ্গে ভার্চুয়ালি নতুন প্ল্যাটফরমের মাধ্যমে তার ফলোয়ারদের সঙ্গে মিলিত হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আমরা বিভিন্ন সাইটের সঙ্গে আলোচনা করছি। শিগগিরই বড় ধরনের ঘোষণা আসবে। আমরা চুপ থাকবো না।

টপ নিউজ টুইটার ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর