Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জে ১৫ পোশাক শ্রমিক আহত


৯ জানুয়ারি ২০২১ ১৬:০২

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে কুংতন অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ-ডেমরা সড়কের বিভিন্নস্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এতে কমপক্ষে ১৫ শ্রমিক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শ্রমিকেরা জানান, গত ৪ মাসের বকেয়া বেতন না পাওয়ায় অনাহারে জীবন কাটছে তাদের। শ্রমিকরা সকালে শান্তিপূর্ণ আন্দোলন করলে পুলিশ তাদের লাঠিপেটা ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিক ছত্রভঙ্গ করে দেয়।

অতিরিক্ত আইনুল সুপার মেহেদী ইমরান সিদ্দিকী হক জানান, মালিকপক্ষ থেকে শ্রমিকদের বকেয়া বেতন আদায় করে দেওয়ার চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর