Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে ২২ দিন ভাসমান ট্রলার থেকে ১৮ জনকে উদ্ধার


৯ জানুয়ারি ২০২১ ২০:৩০

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ২২ দিন ধরে ভাসমান থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী। ট্রলারটিতে ১৮ জনই ছিলেন বলে জানানো হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে।

শুক্রবার (৮ জানুয়ারি) এফবি আল হাসান নামে ট্রলার থেকে ১৮ জনকে উদ্ধার করে নৌবাহিনীর সেন্টমার্টিন ঘাঁটিতে নিয়ে যায়। পরে তাদের প্রাথমিক সেবা দিয়ে পটুয়াখালীতে নিজেদের এলাকায় পাঠানো হয়।

উদ্ধার মৎস্যজীবীরা হলেন— কাশেম কেরানী (৬০), বাবুল (৩২), আল আমিন (২০), হোসেন (২৭), তোফাজ্জল (৫০), খলিল (৩৬), শাকিল, আজিজ (৬৭), নজরুল (৫৯), শামীম সিকদার (২৬), আবুল কাশেম (৪৫), কবির উদ্দিন (৪২), জগন্নাথ (৪৫), ইউসুফ (৩৬), রমজান (৫০), হাফিজ (৩৫), শাহ আলম (৪০) ও বাবলু (৩৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৯ ডিসেম্বর ট্রলারটি ১৮ জনকে নিয়ে গভীর সাগরে যায়। ১৭ ডিসেম্বর পায়রা বন্দরের বয়ার কাছে এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর থেকে ২২ দিন ধরে ভাসমান অবস্থায় তারা শুধু শুকনো চাল ও শুঁটকি খেয়ে বেঁচেছিলেন। পানি ও খাদ্যসংকটে তারা কাহিল হয়ে পড়েন। উদ্ধার মৎস্যজীবীদের সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সেন্টমার্টিন থেকে আনুমনিক ৮৩ নটিক্যাল মাইল দূরে ভাসমান অবস্থায় ট্রলারটিকে দেখে নৌবাহিনীর জাহাজ নির্মূল ও অতন্দ্র’র নাবিকরা তাদের উদ্ধার করেন।

১৮ জনকে উদ্ধার ভাসমান ট্রলার মৎস্যজীবী উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর