Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঁয়ত্রিশে বোধন, চট্টগ্রামে নানা আয়োজন


৯ জানুয়ারি ২০২১ ২১:৩১

চট্টগ্রাম ব্যুরো: ৩৫ বছরে পা দিয়েছে চট্টগ্রামের প্রথম আবৃত্তি সংগঠন ‘বোধন আবৃত্তি পরিষদ’। বষপূর্তির উৎসবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জোরালো অবস্থানের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

পথচলায় ‍দু’ভাগে বিভক্ত হওয়া সংগঠনটি শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় আলাদাভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করেছে।

‘আমাদের মুক্তি,আমাদের যুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে’ এই শ্লোগানে বোধনের একাংশ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি অঞ্চল চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, ইস্পাহানী গ্রুপের মহাব্যবস্থাপক ওমর হান্নান, বোধনের প্রতিষ্ঠাতাদের অন্যতম বিশ্বজিৎ দাশ ভুলু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বোধনের প্রতিষ্ঠাকালীন সদস্য সুজিত রায়, জাহাঙ্গীর মিয়া, নারায়ণ প্রসাদ বিশ্বাস, পিযুষ কান্তি বিশ্বাস, প্রবাল দে, ড. কুন্তল বড়ুয়া। এতে সভাপতিত্ব করেন বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ।

বোধনের ৩৪ বছর পূর্তিতে শুভেচ্ছা জানায় তারুণ্যের উচ্ছ্বাস, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, বাচিক শিল্প চর্চা কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, কবি নজরুল একাডেমি চট্টগ্রাম, অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, স্বপ্নযাত্রী, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র ও সাহিত্য সংগঠন ‘রুদ্র’।

বোধন সদস্যদের অংশগ্রহণে উৎপল কান্তি বড়ুয়ার রচনা ও মাইনুল আজম চৌধুরীর নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘শোনো মুজিবুর’ পরিবেশিত হয়। আমন্ত্রিত কবিদের মধ্যে আশীষ সেন, হোসাইন কবির, জিন্নাহ চৌধরী, উৎপল কান্তি বড়ুয়া ও রিফাত ফাতিমা তানসি কবিতা পরিবেশন করেন। নৃত্যশিল্পী প্রমা অবন্তীর পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে ওডিসি এন্ড ট্যাগুর ডান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রাম।

বিজ্ঞাপন

এদিকে বোধনের আরেক অংশ নগরীর থিয়েটার ইনিস্টিটিউটের গ্যালারি হলে ‘বোধনের চৌত্রিশ’ শিরোনামে কথা-কবিতা-গানের আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে নতুন-পুরনো সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।

কথামালায় অংশ নেন কবি জিন্নাহ চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন বোধনের সহ সভাপতি সুবর্ণা চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী।

সঞ্জয় পালের সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করেন বুলবুল মুৎসুদ্দী, বিপ্লব কুমার শীল, পল্লব গুপ্ত, জসিম চৌধুরী, উম্মে ইকরা, সুচয়ন সেনগুপ্ত, ঈশা দে, অর্ক ভৌমিক, সৃষ্টি ভৌমিক, শ্রেয়া চৌধুরী, অংকিতা ভট্টাচার্য।

অনুষ্ঠানের ফাঁকে শুভেচ্ছা জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার, সংগঠক সুনীল ধর, আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রুদ্র, সাজ্জাত হোসেন, সুচরিত দাশ খোকন, সাংবাদিক অনিন্দ্য টিটো। বাঁশি ও তবলায় রাগ পরিবেশন করেন শোভন ও প্রিয়ম চক্রবর্ত্তী।

আবৃতি সংগঠন বোধন প্রতিষ্ঠাবার্ষিকী বোধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর