গ্রামের বাড়ি যেতে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা
১০ জানুয়ারি ২০২১ ০৯:৫৫
ঢাকা: রাজধানীর খিলগাঁও ভূইয়াপাড়া এলাকার একটি বাসায় বিথী আক্তার (২২) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।
মৃত বিথীর স্বামী নুর মোহাম্মদ জানায়, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে। বিথীর বাবার নাম সালাম সিকদার। সে নিজে রংমিস্ত্রীর কাজ করে। ৯ মাসের একমাত্র মেয়ে তোফা জান্নাতকে নিয়ে ভূইয়াপাড়া নতুন পানির পাম্প এর পাশের একটি বাড়িতে ভাড়া থাকেন।
নূর মোহাম্মদ আরও জানান, বিথি শনিবার গ্রামের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তাকে যেতে নিষেধ করা হয়। এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।
এরপর নুর মোহাম্মদ বিকেলে মসজিদে নামাজ পড়তে যান। বিথীর শাশুড়ি হাসিনা বেগম বাসায় ছিল। বিকেলে একই এলাকায় শাশুড়ির সঙ্গে বিথী এক আত্মীয়ের বাসায় যায়। শাশুড়িকে ওই আত্মীয়ের বাসায় রেখে বিথী চলে আসে।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্মীয়ের বাসা থেকে ফিরে হাসিনা বেগম বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান। আশেপাশের লোকজন দিয়ে দরজা খুলে দেখে বিথী ঝুলে আছে। পরে স্বামী নুর মোহাম্মদ বাসায় গিয়ে বিথীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, পারিবারিক কলহের কারণে বিথী গলায় ফাঁস দিয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাটি খিলগাঁও থানাকে জানানো হয়েছে।
মৃতদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।