Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ শাহাদাতের


১০ জানুয়ারি ২০২১ ২২:২৭

চট্টগ্রাম ব্যুরো: রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগ-ছাত্রলীগের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ মৌখিক অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। তিনি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন।

রোববার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে শাহাদাত চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের কার্যালয়ে যান। প্রায় ২০ মিনিট ধরে সেখানে অবস্থান করে তিনি প্রতিপক্ষ প্রার্থী আওয়ামী লীগের কর্মীদের পোস্টার ছিঁড়ে ফেলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ করেন।

বিজ্ঞাপন

সেখান থেকে বের হয়ে নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, ‘নির্বাচনে একটি লেভেল প্লেয়িং সুবিধা দরকার। একটি দল ৩০–৪০টি গাড়ি ব্যবহার করবে আর আমরা দুটি গাড়িও ব্যবহার করেত পারব না, সেটা নিয়ে আমরা চিন্তিত। এ বিষয়গুলো কমিশন দেখবে। তারা নির্বাচনের জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবেন। আমরা চাই নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। চট্টগ্রামবাসী যেন এই ভোটেকেন্দ্রে আসতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে পারে।’

বিএনপির মেয়র প্রার্থী বলেন, ‘আমি যেহেতু নির্বাচনের প্রচারণা শুরু করেছি, নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি করার চিন্তাভাবনা চলছে। তাই সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। পাশাপাশি গতকাল (শনিবার) কিছু অনাকাঙ্খিত ঘটনা চট্টগ্রাম শহরে ঘটেছে, আওয়ামী লীগ ছাত্রলীগ কর্তৃক। শনিবার পূর্ব বাকলিয়ায় আমাদের ছেলেরা যখন মাইকিং করছিল তখন গাড়ি ভাঙচুর ও মারধর করা হয়েছে। বাগমনিরামে পোস্টার ছিঁড়ে ফেলেছে। আমরা আওয়ামী লীগ থেকে এটা আশা করি না। এ বিষয়গুলো কমিশনকে জানিয়েছি।’

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তা এ বিষয়গুলোতে ব্যবস্থা নেবেন বলে শাহাদাতকে আশ্বাস দিয়েছেন।’ জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘তিনি (শাহাদাত) কিছু মৌখিক অভিযোগ করেছেন, লিখিত কিছু দেননি। আমরা বিষয়গুলো সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম ছিলেন।

সাক্ষাতের দু’ঘণ্টা পর বিকেলে আওয়ামী লীগ প্রার্থীর গাড়ি বহর ব্যবহার করে প্রচারণা চালানোর বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে।

পুনঃতফসিল অনুযায়ী আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বিএনপির মেয়র প্রার্থী মৌখিক অভিযোগ রিটার্নিং কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর