‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি’
১০ জানুয়ারি ২০২১ ২৩:১১
ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের বাংলাদেশ নির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি।
রোববার (১০ জানুয়ারি) শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রীর দফতরে ‘ফিফটি ইয়ার’স অব বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বইটি লিখেছেন বোরহান উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক সিনিয়র সচিব দিলোয়ার বখ্ত, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরী, জাতীয় কবিতা পরিষদের সহ-সভাপতি কবি আসলাম সানী প্রমুখ|
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বোরহান উদ্দিন আহমেদ বইটিতে খুব সাবলীল ভাষায় কবিতাগুলো উপস্থাপন করেছেন। বইটিতে ভাস্কর্য নিয়ে একটি কবিতা লেখা হয়েছে। আমার খুবই ভালো লেগেছে। খুবই অল্প কথায় বাক্যগুলো লেখা হয়েছে। বাংলা কবিতার পাশাপাশি ইংরেজি কবিতাও বইটিতে উপস্থাপন করা হয়েছে।’
সাবেক সিনিয়র সচিব দিলোয়ার বখ্ত বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবন উপলক্ষে কবি বোরহান উদ্দিনের বইটির মোড়ক উন্মোচন করা হলো। আমি বইটি পড়ে দেখলাম। সবগুলো লেখাই দেশের জন্য গুরুত্বপূর্ণ। এ লেখাগুলো সব শ্রেণির মানুষের জানা প্রয়োজন।’
তিনি বলেন, ‘আমি শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করব, এ বইয়ের কবিতাগুলো যেন পাঠ্যপুস্তুকে অন্তর্ভুক্ত করা হয়। শুধু পাঠ্যপুস্তুক নয়, বিভিন্ন পাঠাগার, লাইব্রেরিসহ সরকারের প্রত্যেকটা সেক্টরে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।