Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্তমানে কিশোর গ্যাং একটা বড় সমস্যা: আইজিপি


১১ জানুয়ারি ২০২১ ১৪:৫৭

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশে বর্তমানে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং মোকাবিলা করতে হবে। সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ এই কিশোর-কিশোরীরাই কিন্তু আগামী দিনের বাংলাদেশ তথা; ২০৪১ সালের ধনী দেশের প্রতিনিধিত্ব করবে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে র‍্যাব সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘র‍্যাব সেবা সপ্তাহ’- পালন করছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ উপলক্ষ্যে বেলা সাড়ে ১১টায় র‍্যাব সদর দফতরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে ‘দরিদ্র, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা, বই বিতরণ এবং সনদপত্র প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইজিপি বলেন, পরিবারকে জানতে হবে তার ছেলে বা মেয়ে কোথায়, কার সাথে মেলামেশা করে, কি করে, কখন যায়, এটা প্যারেন্টাল কন্ট্রোল। এই দায়িত্ব অবশ্যই সন্তানের পিতা-মাতাকে নিতে হবে। সন্তান জন্ম দিলে দায়-দায়িত্ব পিতামাতাকে নিতে হবে। দায়িত্ব নেবেন না তবে জন্ম দিয়েছেন কেন? এটা পিতা-মাতার সামাজিক, নৈতিক ও ধর্মীয় দায়িত্বও বটে।

পুলিশ প্রধান বলেন, আইন অনুযায়ী ১৮ বছরের নিচে সবাই শিশু। মানবাধিকার কর্মীরা এনজিওকর্মীরা অনেক হইচই করে অনেক আইন কিন্তু পরিবর্তন সংশোধন করেছেন। কিন্তু কলাবাগানে যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু সুস্পষ্ট ক্রাইম। এখানে ধর্ষণের পাশাপাশি মৃত্যু ঘটানো হয়েছে। অথচ আমাদের দেশের আইন অনুযায়ী উভয়ই কিন্তু শিশু।

বিজ্ঞাপন

তিনি বলেন, অবশ্যই আমাদের আধুনিকায়ন দরকার। আইজিপি হিসেবে আমি দ্বিমত পোষণ করি না। তবে অত্যাধুনিক আইন করতে গিয়ে আমরা দেশের মধ্যে কোনো সমস্যা তৈরি করতেছি কি না সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ‘দুঃস্থ’, ‘দরিদ্র’ শব্দগুলো বিলুপ্ত হয়ে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধির গতি যদি ধরে রাখতে পারি ও বেগবান করতে পারি, তাহলে ‘দরিদ্র’, ‘দুঃস্থ’ শব্দ বাংলাদেশে থাকবে না।

অনুষ্ঠানে ৩৫ জন দরিদ্র শিক্ষার্থীকে নগদ ১০ হাজার করে টাকা, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ এবং বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বইয়ের একটি করে কপি দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইজিপি ড. বেনজীর আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর