Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করল জর্ডানের সিনেটর


১১ জানুয়ারি ২০২১ ১৮:৪৭

ঢাকা: করোনা অতিমারিতেও দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকায় বাংলাদেশের প্রসংশা করেছেন জর্ডানের সিনেট কমিটির প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী ফয়সাল আকিফ আল-ফায়েজ। রোববার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিকুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জর্ডানের বাংলাদেশ মিশন আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

জর্ডানের সিনেট কমিটির প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী ফয়সাল আকিফ আল-ফায়েজ বলেন, ‘করোনা অতিমারিতে বিশ্বের অনেক দেশের অর্থনীতিতেই নেতিবাচক ধারা চলে এসেছে। সেখানে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রেখেছে এবং জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশে রাখতে পেরেছে তা সত্যিই প্রসংশনীয়।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান এমপি জর্ডানের বাংলাদেশ মিশন আয়োজিত ওই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি দেশের উন্নয়নে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রসংশা করেন। তিনি বলেন, ‘দেশের উন্নয়নে প্রবাসী কর্মীদের বিরাট অবদান রয়েছে। অর্থনৈতিক এই অগ্রযাত্রায় প্রবাসীদের অংশগ্রহণও প্রসংশনীয়।’

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, জর্ডানের সাবেক সিনেটর ড. শসান মাজালি, সাংবাদিক ও গবেষক সৈয়দ বদরুল আহসান এবং জর্ডানে বাংলাদেশের দূত নাহিদা সোবহান বক্তব্য দেন।

বাংলাদেশের নাগরিকদের জীবন মান উন্নয়নে বিশেষ করে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন এবং তাদের জীবন সহজ করতে বাংলাদেশ সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের প্রসংশা করেন জর্ডানের সাবেক সিনেটর ড. শসান মাজালি। পাশাপাশি তিনি ডিজিটাল উন্নয়ন এবং মোবাইল ব্যাংকিং উন্নয়নের জন্য বাংলাদেশের প্রসংশা করেন।

তিনি বলেন, ‘মোবাইল ব্যাংকিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশ তৃণমূল পর্যায়ের নাগরিকদেরও অর্থনীতিতে যুক্ত করতে পেরেছে। এই উদ্যোগের ফলে বাংলাদেশ অর্ন্তভূক্তি অর্থনীতি নিশ্চিত করেছে।’


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর