স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে খেলাঘরের নানা কর্মসূচি
১১ জানুয়ারি ২০২১ ২১:২৯
ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী পালনে শিশু পার্লামেন্ট, বই পড়া ও মুক্তিযুদ্ধের গানের প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। রোববার (১০ জানুয়ারি) রাতে সংগঠনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর বৈঠকে দেশব্যাপী এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। করোনা পরিস্থির কারণে জাতীয় পর্যায়ের সব কর্মসূচি অনলাইনে অনুষ্ঠিত হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের কথা শিশুরাই বলবে শীর্ষক ‘শিশু পার্লামেন্ট’ অনুষ্ঠিত হবে। এছাড়া নির্বাচিত বই পড়া ও প্রশ্নোত্তর প্রতিযোগিতাও হবে সব জেলায়। ‘মুক্তিযুদ্ধের গান’ শীর্ষক সংগীত প্রতিযোগিতায় সংগঠনের বন্ধুরা অংশ নিতে পারবে। এরই মধ্যে কর্মসূচি বাস্তবায়নে পৃথক তিনটি সাব-কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় পর্যায়ে এই কর্মসূচি সফল করতে জেলা, মহানগর, অঞ্চল ও শাখায় এ বিষয়ে বিস্তারিত সার্কুলার চলতি সপ্তাহের মধ্যেই পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী। এতে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রণয় সাহা, হান্নান চৌধুরী, হাসান তারেক, সুনীল কুমার সরকার, প্রবীর সাহা, নসরু কামাল খান, অশোকেশ রায়, রাজন ভট্টাচার্য, শামীম আহমেদ, কোহিনুর আক্তার শিল্পী, সুজন মজুমদারসহ অন্যরা।
খেলাঘর খেলাঘর আসর বই পড়া প্রতিযোগিতা মুক্তিযুদ্ধের গানের প্রতিযোগিতা শিশু পার্লামেন্ট