।।বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান কর্তৃক ওই বিভাগের এক শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা।
রোববার ১৮ (মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে তারা এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দেন।
শিক্ষার্থীরা বলেন,‘গত ১৩ মার্চ আমাদের বিভাগের চেয়ারম্যান এক শিক্ষক লাঞ্ছিত মারধর করেন। এতে আমরা হতবাক এবং একই সঙ্গে ক্ষুদ্ধ হই। এ ধরণের ঘটনায় আমরা লজ্জিত। এ ঘটনায় বিভাগের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন। ঘটনার সুষ্ঠু ও ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমরাও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করছি।’
মানববন্ধনে বক্তব্য দেন- বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নওশেরা শিরিন, কানিজ ফাতেমা, চতুর্থ বর্ষের আতিয়া নুর চৌধুরী, সাব্বির হোসেন শুভ, আহমেদ রুবেল তানভীর, রাহাত, তৃতীয় বর্ষের শিশির ও দ্বিতীয় বর্ষের শাহজালাল।
সারাবাংলা/আরএম/টিএম