Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ছাত্রলীগ নেতার নির্মাণাধীন ভবন ভেঙে দিলো বিসিসি


১২ জানুয়ারি ২০২১ ১০:২২

বরিশাল: মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনসহ তিন ভাইয়ের যৌথ মালিকানায় নির্মাণাধীন একতলা একটি ভবন গুঁড়িয়ে দিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর সাগরদী এলাকায় এ ঘটনা ঘটে।

জসিম উদ্দিন তার ওপর রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করলেও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি করেছে সিটি করপোরেশন।

মহানগর ছাত্রলীগ সভাপতির নির্মাণাধীন ভবন ভেঙে ফেলার সরঞ্জাম মহাসড়কে রাখায় এবং উৎসুক জনতার ভিড়ের উচ্ছেদ অভিযান চলাকালে সাগরদী এলাকা পুরোপুরি স্থবির হয়ে পড়ে। এতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের সাগরদী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তত দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক করে।

মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন জানান, তিনিসহ অপর দুই ভাই মনির হোসেন ও অসিম হাওলাদারের নামে মহাসড়কের পাশে সাগরদী এলাকায় নিজেদের ৮ শতাংশ জমিতে ৭ তলা ভবন নির্মাণের জন্য ২০১৭ সালে সিটি করপোরেশন থেকে প্ল্যান অনুমোদন নেন। সড়ক থেকে ৬ ফুট ছেড়ে স্থাপনা নির্মাণের নিয়ম থাকলেও তারা ৮ ফুট ফাঁকা রেখে ২০১৯ সালে নির্মাণ কাজ শুরু করেন। সিটি করপোরেশন থেকে বারবার মাপজোঁপের নামে তার নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। সিটি করপোরেশনের কর্মীদের দেখিয়ে দেওয়া সীমানার মধ্যেই তিনি বহুতল ভবনের একতলার ছাদের কাজ শেষ করেন। সন্ধ্যায় কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াই সিটি করপোরেশনের উচ্ছেদ শাখা বুলডোজার দিয়ে তাদের একতলা ভবন গুঁড়িয়ে দেয়। এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করছেন মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন।

তবে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘মনির হোসেন গং নামমাত্র প্ল্যান অনুমোদন নিয়ে সাগরদী এলাকায় নকশাবহির্ভূত ভবন নির্মাণ করছিল। সিটি করপোরেশনের কর্মীরা বাববার নিষেধ করার পরও তিনি নির্মাণ কাজ অব্যাহত রাখেন। এ কারণে তার নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’ কোনো প্রতিহিংসা দেখানোর অভিযোগ অস্বীকার করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর