Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়র তাপসের নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, গ্রেফতার ২


১২ জানুয়ারি ২০২১ ১৫:২৪

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে ডিবি কার্যালয়ের গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জাকারিয়া ও মো. একরামুল হক ওরফে রাজু। এ সময় তাদের কাছ থেকে একটি স্মার্টফোন ও টাকা লেনদেন করার কাজে ব্যবহৃত একটি বিকাশ একাউন্ট নাম্বারের সিম উদ্ধার করা হয়।

এ কে এম হাফিজ আক্তার বলেন, এ বিষয়ে গত ১ জানুয়ারি শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মেয়রের ব্যক্তিগত সহকারী নাছিরুল হাসান সজীব। পরে তদন্ত সাপেক্ষে রংপুর ও গাজীপুর থেকে সোমবার দুই প্রতারককে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা উচ্চশিক্ষিত না হলেও প্রতারণার কাজে খুব অভিজ্ঞতা সম্পন্ন। এদের মধ্যে একজন এইচএসসি পাশ ও আরেকজন ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করেছেন।

মেয়র শেখ ফজলে নূর তাপস সাইবার ক্রাইম বিভাগ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর