Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমুদ্রখাতে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী শ্রীলঙ্কা


১২ জানুয়ারি ২০২১ ১৬:০৬

ঢাকা: সমুদ্রখাতে ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলংকার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কায় নিয়োগ পাওয়া বাংলাদেশের নতুন দূত হাইকমিশনার মো. আরিফুর রহমান সোমবার (১২ জানুয়ারি) শ্রীলঙ্কার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। তখন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি এমন আগ্রহ প্রকাশ করেন।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নতুন দূত পরিচয়পত্র পেশের সময় চলমান করোনা অতিমারি এবং এর থেকে রক্ষা পাওয়ার কৌশল নিয়ে আলোনা হয়। এমন সময় রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে বলেন, বাংলাদেশসহ এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে শ্রীলঙ্কা সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সম্পর্ক গড়তে চায়।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে বলেন, ‘আমাদের সমুদ্রখাতে প্রচুর সম্ভাবনা রয়েছে। কলম্বো-ঢাকা এই খাতে শক্তিশালী সম্পর্ক গড়তে পারে এবং নিজেদের স্বার্থে এই খাতের সম্ভানাকে কাজে লাগাতে পারে।’

তিনি আরও বলেন, ‘শুধু সমুদ্র খাতই নয় উচ্চতর পর্যায়ের শিক্ষা, কৃষি, বাণিজ্য এবং পর্যটন খাতেও ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় কলম্বো।’

হাইকমিশনার মো. আরিফুর রহমান বলেন, ‘ঢাকাও কলম্বোর সঙ্গে এসব খাতে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী। সামনের দিনে অগ্রাধিকার ভিত্তিতে এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’

পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দিনেস গুনাওয়ারদেনা এবং পররাষ্ট্র সচিব অ্যাডমিরাল জয়নাথ কলমবাগ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পৃথিবীব্যাপী প্রায় ২৫ ট্রিলিয়ন ডলারের সামুদ্রিক সম্পদ রয়েছে। যার মাত্র আড়াই ট্রিলিয়ন সম্পদ বিশ্ব আবিষ্কার করতে সক্ষম হয়েছে। বাকি সম্পদ এখনো অনাবিষ্কৃত। অন্যদিকে, ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তি হওয়ার পর বাংলাদেশ ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটারের বেশি টেরিটোরিয়াল সমুদ্র, ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্রগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে অবস্থিত সকল ধরনের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে।

শ্রীলঙ্কা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর