Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের ৩ কৃষি আইন সুপ্রিম কোর্টে স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২১ ১৮:২০

ভারতে ২০২০ সালে পাস হওয়া তিনটি কৃষি আইন বাস্তবায়নের ওপর স্থগিত আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। খবর পিটিআই।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের দেওয়া এ স্থগিতাদেশকে ক্ষমতাসীনদের জন্য বড় ধরনের ধাক্কা হয়ে এসেছে – বলে জানিয়েছে ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো।

এর আগে, সেপ্টেম্বরে পাস হওয়া বিতর্কিত এ তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ভারতের কয়েক হাজার কৃষক এক মাসেরও বেশি সময় ধরে রাজধানী দিল্লিতে প্রবেশের কয়েকটি প্রধান সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন।

এদিকে, সরকারি প্রতিনিধিরা আট দফা কৃষক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেও তাদের রাস্তা থেকে ঘরে ফেরাতে পারেননি।

মঙ্গলবার দেওয়া এক আদেশে ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৃষি আইনগুলো স্থগিত করা হলো।

অন্যদিকে, কৃষকদের সঙ্গে আলোচনা করে সংকটের সমাধান বের করতে একটি কমিটি গঠনের পরামর্শও দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, তারা উদ্ভূত পরিস্থিতির সম্মানজনক সমাধানের চেষ্টা করছে।

পাশাপাশি, শীর্ষ আদালত আইনের ওপর স্থগিতাদেশ দেওয়ার এখতিয়ার রাখে বলেও ওই আদেশে জানানো হয়।

প্রধান বিচারপতি বলেন, আইনগুলো নিয়ে জীবন-মৃত্যুর প্রশ্ন তৈরি হয়েছে। তাই, এসব আইন নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন।

ওদিকে, সংকট নিরসনে সুপ্রিম কোর্ট কমিটি করলেও কৃষক প্রতিনিধিরা সেখানে থাকবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হওয়ায় প্রধান বিচারপরি কৃষক সংগঠনগুলোকে উদ্দেশ্য করে বলেছেন – রাজনীতি ও বিচার বিভাগ এক নয়, বিচার বিভাগীয় সিদ্ধান্ত বাস্তবায়নে কৃষকদের সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন

এছাড়াও, নয়া কৃষি আইন নিয়ে তৈরি হওয়া সংকট সমাধানে সরকারের ভূমিকায় ‘হতাশা’ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট।

সারাবাংলা/একেএম

কৃষি আইন ভারত সুপ্রিম কোর্ট স্থগিত

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর