Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রী সেজে অটোরিকশা চুরি, কালীগঞ্জে গ্রেফতার ৫

লোকাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২১ ১৯:১২

টঙ্গী (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি-ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। যাত্রী সেজে অটোরিকশায় চড়ে ওই রিকশাই ছিনতাই করে আসছিল চক্রটি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে গ্রেফতার পাঁচ জনকে আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানিয়েছেন, এর আগে সকালে এ বিষয়ে থানায় একটি মামলা (মামলা নম্বর ৯) দায়ের করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার পাঁচ জন হলেন— গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তরসোম গ্রামের নাজুক মিয়ার ছেলে নূর ইসলাম (২১), দক্ষিণসোম গ্রামের লোকমান হোসেনের ছেলে শাহাদত হোসেন (২০), পূবাইল থানার তালটিয়া এলাকার সামসুদ্দিনের ছেলে তামিম হাসান (৩২), মনির হোসেনের ছেলে রুবেল হোসেন (৩০) ও মৃত মনতাজ উদ্দিনের ছেলে সালাম মিয়া (৪০)।

মামলার বাদী ছাব্বির হোসেন বলেন, গত ১০ তারিখে রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকায় চার জন যাত্রী অটোরিকশায় ওঠেন। দুইশ টাকা চুক্তিতে তারা বেলদি যাওয়ার কথা বলে গাড়ি ভাড়া নেন। পরে কালীগঞ্জের বর্তুল নামক স্থানে অটোরিকশা থামিয়ে প্রস্রাব করতে গেলে তারা অটোরিকশাটি চুরি করে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে অটোরিকশা না পেয়ে ১১ জানুয়ারি সকালে ওই চার যাত্রীর নামে থানায় অভিযোগ করেছিলাম।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান,  ছাব্বির হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রথমে দুই জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের জবানবন্দি অনুযায়ী ঘটনায় জড়িত আরও তিন জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এসআই নজরুল আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতার পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/টিআর

অটোরিকশা ছিনতাই গ্রেফতার ৫ ছিনতাই চক্র ব্যাটারিচালিত অটোরিকশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর