Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইডেনের অভিষেকে সশস্ত্র হামলা – হুঁশিয়ারি এফবিআই’র

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২১ ০০:৩১

২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের আয়োজনকে ঘিরে ওয়াশিংটন ডিসিসহ ৫০ অঙ্গরাজ্যের রাজধানীতে সশস্ত্র হামলার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। খবর রয়টার্স।

এদিকে, ট্রাম্পপন্থিদের সহিংসতার হুমকির মুখে দেশটির ন্যাশনাল গার্ডস তাদের ১৫ হাজার সদস্যকে যে কোনো মুহুর্তে ওয়াশিংটনে নামার জন্য প্রস্তুত রাখার ক্ষমতা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পাশাপাশি, ওয়াশিংটনের মনুমেন্টে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ ব্যাপারে বাইডেনের অভিষেক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ জানুয়ারির আয়োজনের মূলসুর থাকবে – ঐক্যবদ্ধ আমেরিকা।

অন্যদিকে, নাম না প্রকাশের শর্তে মারক্রিন নিরাপত্তা বিভাগের কয়েকজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এফবিআই বলেছে ১৬-২০ জানুয়ারির মধ্যে সশস্ত্র হামলার সম্ভাবনা রয়েছে।

ওদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেলওয়ার থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন – ক্যাপিটল হিলের বাইরে খোলা জায়গায় ঐতিহ্য অনুসারে শপথ নিতে তার কোনো আপত্তি নেই।

সারাবাংলা/একেএম

অভিষেক অনুষ্ঠান জো বাইডেন টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সশস্ত্র হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর