৪ রুটে বিমানের ফ্লাইট ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ
১৩ জানুয়ারি ২০২১ ১৫:৪৯
ঢাকা: করোনাভাইরাসের কারণে যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, নেপালের কাঠমান্ডু ও কুয়েতে বিমানের ফ্লাইট ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। বুধবার (১৩ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম তাহেরা খন্দকার সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসের কারণে এই রুটগুলোতে বিমান চলাচল বন্ধ হওয়ার পর আর চালু হয়নি। যার কারণে আবার নতুন করে যাত্রীদের উদ্দেশে তথ্য জানানো হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট আবার চালু হবে। ফলে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যানচেস্টার, মদিনা, কাঠমান্ডু ও কুয়েত রুটের সব ফ্লাইট বন্ধ করা হলো। এসব রুটে ফ্লাইট চালুর পরবর্তী দিন-তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
এদিকে এর আগে করোনা ভাইরাসের কারণে গত বছরের ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সবদেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর আরেকটি আদেশে চীন বাদে সবদেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়।
তবে সিভিল এভিয়েশনের নতুন নিয়ম অনুযায়ী চলতি বছরের ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য থেকে আসা সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেনটাইনে থাকতে হবে।
সারাবাংলা/এসজে/পিটিএম