Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে অফিসের লকার ভেঙ্গে ৭২ লাখ টাকা চুরি


১৮ মার্চ ২০১৮ ১৪:৩৫ | আপডেট: ১৮ মার্চ ২০১৮ ২২:১৫

।।স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে ইউ‌নি‌লিভার এসমা লি‌মি‌টে‌ডের অফিসের লকার ভেঙ্গে  ৭২ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

খিলগাঁও চৌধুরী পাড়ার ৪২৫/‌বি নম্বর ভব‌নের চার তলায় এ ঘটনা ঘ‌টে। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে সেবিষয়ে প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে কোনো তথ্য নেই। কর্মীরা জানান, শনিবার রাত নটায় তারা অফিস থেকে বেরিয়ে যান। কিন্তু রোববার সকালে এসে অফিসের দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে গিয়ে অফিসের লকারের তালাও ভাঙ্গা পান তারা।

বিজ্ঞাপন

 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) প্রলয় কুমার সাহা সারাবাংলাকে বলেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পুলিশ গেছে। আমরা ঘটনা‌টি তদন্ত কর‌ছি। সকল ধ‌রণের আলামত সংগ্রহ করা হ‌চ্ছে।

এ ঘটনায় এসমা লি‌মি‌টে‌ডের ম্যানেজার এসকে ফরিদ আহমেদ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সারাবাংলা/এসআর/আইএ

 

বিজ্ঞাপন

ধরা পড়লো সাইফের ওপর হামলাকারী
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:২১

বকেয়া বেতন পেয়েই এমন জয় রাজশাহীর
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:১৪

আরো

সম্পর্কিত খবর