Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪১ ও ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২১ ১৯:০৪

ঢাকা: ৪১ ও ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ একসঙ্গে ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (১৩ জানুয়ারি) এক সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ। আর ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরও আগে ২৬ ফেব্রুয়ারি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৪১তম বিসিএসের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অন্যদিকে ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত।

জানা গেছে, এরমধ্যে ৪২তম বিসিএস বিশেষ। এই বিসিএসের মাধ্যমে দুই হাজার সহকারী সার্জন নিয়োগ দেওয়া হবে। চিকিৎসক হতে এই বিসিএসে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। ৪১তম বিসিএসে আবেদন পড়েছে ৪ লাখ ৭৫ হাজার।

সারাবাংলা/টিএস/এএম

৪১তম বিসিএস ৪২তম বিসিএস বিসিএস প্রিলিমিনারি

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর