Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য ও দক্ষ হতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২১ ২৩:০৫

বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীলদের যোগ্য, দক্ষ ও তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। যেকোনো ত্যাগ ও কুরবানির মানসিকতা অন্তরে লালন করতে হবে।’

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর মজলিসে শুরা অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ‘কোনো ধরনের লোভ-লালসা যেন দায়িত্বশীলদেরকে আচ্ছন্ন করতে না পারে, সে ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। প্রচলিত জাহেলি সমাজ পরিবর্তন করে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নত সমাজ গঠনে কাজ করতে হবে। দুর্নীতি করে যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে, তাদের বয়কট করতে হবে। সৎ নেতা ছাড়া ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। চোর ও লুটপাটকারীদের সব ক্ষেত্রে বর্জন করতে হবে। দেশের সম্পদ যারা বিদেশে পাচার করে, তারা দেশ ও জাতির শত্রু।’

তিনি বলেন, ‘সৎ ও ন্যায়পরায়ণ শাসক না থাকলে সমাজ ও রাষ্ট্রের যে কী দুরাবস্থা হয়— তা বর্তমান সমাজব্যবস্থা দেখলে বোঝা যায়।’

চলমান পৌরসভা ও অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখার প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের সেক্রেটারি অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদীর পরিচালনায় শুরা অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

মুফতি সৈয়দ ফয়জুল করীমকে সভাপতি, মাওলানা সৈয়দ নাসির আহমদ কাউছার ও মাওলানা লুৎফুর রহমানকে সহসভাপতি এবং অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদীকে সেক্রেটারি করে ৩৯ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/টিআর

ইসলামী আন্দোলন বরিশাল মহানগর মজলিসে শুরা অধিবেশন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর